Bharat Bandh: তৃণমূলের আমলে ২০০ কৃষক আত্মহত্যা করেছেন, বললেন বিমান বসু

Continues below advertisement
কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় আজ Bharat Bandh। কলকাতাতেও জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী-সমর্থকরা। এই নিয়ে Biman Basu বলেন, 'আজকের ধর্মঘটে দিল্লির বুকে গত ১৩ দিন কৃষক খেত মজুরদের যে লড়াই করছে, সেই লড়াইয়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে সারা দেশের মানুষ। এরপরে প্রায় BJP বাদ দিয়ে সারা ভারতের সব দলই কৃষকদের এই বনধকে সমর্থন করেছে। আমরাও এই রাজ্যে দলের পক্ষ থেকে সমর্থন করেছি। তাঁদের আন্দোলনের সাফল্য কামনা করছি। Mamata Banerjee-র আমলে ২০০ কৃষক আত্মহত্যা করেছে। তাঁর দলের ধর্ম ও নীতি অনুযায়ী তিনি কাজ করছেন না।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram