Bharat Bandh: জোর করে বন্ধ করা হল দোকান, নামানো হল পেট্রোল পাম্পের শাটার, দেখুন শহরজুড়ে বনধের ছবি

Continues below advertisement

কোথাও জোর করে বন্ধ করা হল দোকান, কোথাও নামিয়ে দেওয়া হল পেট্রল পাম্পের শাটার। দেশজুড়ে কৃষক আন্দোলনের বিক্ষিপ্ত প্রভাব পড়ল কলকাতায়। মৌলালিতে Congress কমীদের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। বিধান ভবনের সামনে থেকে মিছিল শুরু করেন কংগ্রেস কর্মীরা। এন্টালির কাছে দুই পেট্রল পাম্পের শাটার নামিয়ে দেন তারা। পরে বাস থেকেও যাত্রীদের নেমে যেতে বলেন। যাদবপুরের কাছে রাস্তার ওপর জমায়েত করে বামপন্থী সংগঠন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram