BJP Uttarkanya Abhijan: বিজেপির মিছিলে ছিল একাধিক শটগান, প্ররোচনায় পা দেয়নি পুলিশ, দাবি সুব্রতর

Continues below advertisement
গতকাল BJP-র উত্তরকন্যা অভিযানে পুলিশের গুলিতে এক কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। আজ প্রতিবাদে ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডেকেছে BJP। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী Subrata Mukherjee। তিনি বলেন, "পুলিশ গুলি চালায়নি। পুলিশ ছিল একদিকে, ওই ব্যক্তি ছিলেন অন্যদিকে। পুলিশ শুধু লাঠির সাহায্য নিয়েছে। পুলিশ গুলি করলে একাধিক মানুষ মারা যেতেন। এসবই আমরা পুলিশের রিপোর্টে জানতে পেরেছি। পুলিশ প্ররোচনার ফাঁদে পা দেয়নি। ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে BJP। বেপরোয়া হয়ে তারা পুলিশকে প্ররোচিত করছে। মিছিলে একাধিক শটগান নিয়ে গিয়েছিল BJP। আশা করি ভবিষ্যতে এরকম কাজ আর কেউ করবে না।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram