বেহালায় সিএএ নিয়ে প্রচার চালানোর প্রতিবাদ করায় বিজেপির বিরুদ্ধে বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ, ঘটনাস্থলে পার্থ

Continues below advertisement
বুধবারই সিএএ নিয়ে মামলার প্রেক্ষিতে কেন্দ্রের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত শেষমেশ কি রায় দেয়, সেদিকেই তাকিয়ে সবাই। তবে একদিকে যেমন আইনি লড়াই চলছে, তেমনই থেমে নেই রাজনৈতিক যুদ্ধও। সিএএ-র পক্ষে-বিপক্ষে লাগাতার চলছে কর্মসূচি। বৃহস্পতিবার বেহালার আনন্দনগরে কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডে, সিএএ-র প্রচারে বাড়ি বাড়ি লিফলেট বিলি করে বিজেপি। কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজু বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাল কাটে।
তৃণমূলের অভিযোগ, সিএএ নিয়ে প্রচার চালানোর প্রতিবাদ করায়, বেশ কয়েকজন এলাকাবাসীকে মারধর করেন বিজেপির সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। এদিনই তৃণমূল সরকারে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে সিএএ-বিরোধী মিছিল করে জমিয়তে উলামায়ে হিন্দ। রাজাবাজার থেকে রামলীলা পার্ক পর্যন্ত যায় মিছিল। সেখানে আগামী তিন দিন গণঅবস্থানে বসবেন সংগঠনের সদস্যরা।
এ যেন একটুকরো শাহিনবাগ। হাওড়ার পিলখানায় সিএএ, এনআরসি-র বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ সপ্তম দিনে পড়ল। মাথার উপর খোলা আকাশ। শীত উপেক্ষা করে চড়ছে প্রতিবাদের আওয়াজ।
বুধবার হুগলির ৬ বিজেপি নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। কিন্তু, তারপরের দিনই ঝাঁপিয়ে পড়ল পদ্ম শিবির। সিএএ-র প্রচারে এবার শ্রীরামপুরে সাইকেল অভিযান শুরু করলেন দলের ৫ সদস্য। প্রত্যন্ত এলাকায় সিএএ-র পক্ষে প্রচার চালাতেই এই উদ্যোগ বলে বিজেপির তরফে জানানো হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram