আজ থেকে কলকাতায় শুরু বাস-অ্যাপ ক্যাব পরিষেবা
মঙ্গলবার থেকে বিশেষ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় নামছে আরও সরকারি বাস। কনটেনমেন্ট জোনের বাইরে চলবে অ্যাপ ক্যাবও। বাসে কুড়িজনের বেশি যাত্রী উঠতে পারবেন না। অ্যাপ ক্যাবে চালক ছাড়া থাকবেন সর্বাধিক দুজন যাত্রী। মোট ১৫টি রুটে বাস চলবে।
Tags :
ABP Annada Coronavirus Cases App Cab Coronavirus In India Coronavirus India State Government Buses Coronavirus Update Mamata Banerjee