সিইএসসির বিল বিতর্কে গ্রাহকদের কিছুটা স্বস্তি, আপাতত দিতে হবে জুন মাসের বিল
Continues below advertisement
সিইএসসির বিল বিতর্কে গ্রাহকদের কিছুটা স্বস্তি। আপাতত জুন মাসের বিলই দিতে হবে গ্রাহকদের। আপাতত দিতে হবে না এপ্রিল-মে মাসের বাড়তি মাসুল। বাড়ানো হল বিলের টাকা জমা দেওয়ার সময়সীমাও। বিদ্যুতের বিল-বিতর্কে জানিয়ে দিল সিইএসসি। জুন মাসের ইউনিট খরচ গ্রাহকদের জানাবে সিএসসি। কীভাবে বিলের টাকা দিতে হবে, পরে জানাবে সিইএসসি।
Continues below advertisement