Chhath Puja 2020: ‘নিষেধাজ্ঞা মানব না’, কাদাপাড়ার বাসিন্দাদের একাংশের Subhas Sarovar-এর গেট ভাঙার হুমকি, নাম লিখে রেখে গেছেন অনেকেই
Continues below advertisement
Subhas Sarovar-এও ছট পুজো নয়। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের করা মামলায় জানিয়ে দিল Calcutta High Court-য়ের ডিভিশন বেঞ্চ। কিন্তু তারপরেও এই নিয়ে কাদা পাড়ার বাসিন্দাদের একাংশের গলায় সরোবরের গেট ভেঙে ঢোকার হুমকি। গত ১০ নভেম্বর সুভাষ সরোবরে ছট পুজো সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। State-র তরফে হাইকোর্টে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানানো হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। কিন্তু সুভাষ সরোবরে গিয়ে দেখা যাচ্ছে, লেকের বিভিন্ন জায়গায় নাম লিখে রেখে গেছেন অনেকেই।
Continues below advertisement
Tags :
Chhath In Kolkata Subhas Sarovar Chhath Puja 2020 Chhath Puja Rabindra Sarovar ABP Ananda LIVE Calcutta High Court Abp Ananda