Christmas 2020: বড়দিনে নিকো পার্কে খোলা একটিমাত্র কাউন্টার, দিঘাতেও উধাও চেনা ভিড়

Continues below advertisement
চিড়িয়াখানা, গির্জার মতো নিকো পার্কেও নেই বড়দিনের চেনা ভিড়। অনেকটাই ফাঁকা নিকো পার্ক চত্বর। টিকিট কাউন্টারে নেই খুব চেনা সেই উপচে পড়া ভিড়ও। দু-একজনকে টিকিট নিতে দেখা যাচ্ছে। অন্যান্য বছর এই সময় হাজার হাজার লোক ভিড় জমান। কিন্তু এবছরের ছবিতে স্পষ্ট, করোনার প্রভাব পড়েছে বড়দিনের জাঁকজমকেও। অন্যদিকে চিড়িয়াখানাতে দেখা গেছে কচিকাঁচাদের। তবে এই ভিড় অন্য বছরের তুলনায় কিছুই না। আবার পাশাপাশি বাঙালির প্রিয় দিঘাতেও নেই চেনা ছবি। কোথাও কোথাও কিছু মানুষ দেখা গেলেও আশেপাশের দোকান মালিকরা জানাচ্ছেন, এই ভিড় যৎসামান্য।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram