Christmas Eve: পার্কস্ট্রিটে আজ হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ক্যুইক রেসপন্স টিম, ১১ ওয়াচ টাওয়ার
Continues below advertisement
আজ রাত পোহালেই বড়দিন (Christmas Day)। কলকাতায় ক্রিসমাসে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবশ্যই পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট থেকে মল্লিকবাজার ৫টি বিভাগে বিভক্ত করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন হয়েছে ৫ হাজার পুলিশ কর্মী। থাকছেন ৫ জন ডিসি। পার্ক স্ট্রিট এলাকায় থাকছে ১১টি ওয়াচ টাওয়ার। আজ রাত থেকেই বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালাবে পুলিশ। কড়া নিরাপত্তার সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েও সতর্ক প্রশাসন। যারা হেলমেট ছাড়া রাস্তায় বেরোবেন, তারা সমস্যার মুখোমুখি হবেন। কারণ শহরের বিভিন্ন প্রান্তে চলবে নাক চেকিং, জানানো হয়েছে পুলিশের তরফে।
Continues below advertisement
Tags :
Mallik Bazar Part Street Area Christmas Day 2020 Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News New Year Kolkata Police Abp Ananda