৬ জন শিল্পীর ৫৬টি কাজ নিয়ে সিমা গ্যালারিতে শুরু প্রদর্শনী ‘মিক্সড মিডিয়া’, দেখা যাবে ভার্চুয়াল মাধ্যমেও
৬ জন শিল্পীর ৫৬টি কাজ নিয়ে সিমা গ্যালারিতে আজ থেকে শুরু হল বিশেষ প্রদর্শনী। পোশাকি নাম ‘মিক্সড মিডিয়া’। চলবে এক মাস। করোনা আবহে খেয়াল রাখা হচ্ছে স্বাস্থ্যবিধির। দেখা যাবে ভার্চুয়াল মাধ্যমেও।