CM Pays Visit To Bagbazar: বাগবাজারে অগ্নিবিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী, গৃহহীনদের পাশে থাকার আশ্বাস
Continues below advertisement
আজ বাগবাজার অগ্নিকাণ্ডে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। বাগবাজার পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের সাহায্যের কথা ঘোষণা করলেন তিনি। অগ্নিকাণ্ডে খানিকক্ষণের পথ অবরোধ ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের। হারিয়ে গিয়েছে তাঁদের মূল্যবান নথি। পুড়ে ছাই শেষ সম্বল নগদ কিছু টাকা। বাগবাজারে গতরাতের বিধ্বংসী আগুনে নিঃস্ব প্রায় ৭০০ জন ঝুপড়ি বাসী। ১০০টির বেশি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। গতকাল রাতে নিরাশ্রয়দের কোনও রকমে মাথা গোঁজার ঠাঁই মিলেছে বাগবাজার মহিলা কলেজ ও কমিউনিটি হলে। আজ ভোরেও দেখা যায় ঘটনাস্থলে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার মধ্যেই ঝুপড়িবাসীরা খুঁজতে শুরু করেন আগুনের গ্রাস থেকে মূল্যবান কিছু বেঁচে আছে কি না।
Continues below advertisement
Tags :
Bagbazar Fire Devastating Fire At Bagbazar Shashi Panja Mother’s House Fire Tenders Fire Engine Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Bengali News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Firhad Hakim Abp Ananda Kolkata Mamata Banerjee