এবিপি আনন্দের খবরের জের, ডেঙ্গি-করোনা আক্রান্ত রোগীকে ভর্তি নিল বেলেঘাটা আইডি
Continues below advertisement
এবিপি আনন্দের খবরের জের, ডেঙ্গি-করোনা আক্রান্ত রোগীকে ভর্তি নিল বেলেঘাটা আইডি। দুপুর দুটো থেকে হাসপাতালে পড়েছিলেন ওই রোগী। ডেঙ্গি ও করোনা-জোড়া ভাইরাসে আক্রান্ত তিনি। আক্রান্ত ব্যক্তি রাজারহাটের বাসিন্দা। শ্যামবাজারের নার্সিংহোম থেকে তাঁকে বের করে দেওয়ার অভিযোগ। ডেঙ্গির পর করোনা রিপোর্ট পজিটিভ আসায় বিপত্তি। বেলেঘাটা আইডিতে ফেলে পালায় অ্যাম্বুল্যান্স, অভিযোগ রোগীর পরিবারের। স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া করোনা আক্রান্তর ভর্তি নয়, জানিয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতাল।
Continues below advertisement
Tags :
Harassment Of Patients ABP News Live Bengali Beleghata Id Hospital ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda Dengue