Sputnik V trial at Sagar Dutta Hospital: জানুয়ারিতেই সাগর দত্ত হাসপাতালে শুরু রুশ ভ্যাকসিন Sputnik V র ট্রায়াল
Continues below advertisement
সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হবে Sputnik V ট্রায়াল। এটা কলকাতার দ্বিতীয় হাসপাতাল যেখানে রুশ ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। ইতিমধ্যেই ট্রায়াল শুরু করার ছাড়পত্র পেয়েছে পিয়ারলেস হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে এই ট্রায়াল শুরু হবে। সবুজ সঙ্কেত দিল কলেজের টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটি। ট্রায়ালের জন্য ১০০ জন স্বেচ্ছা সেবককে নির্বাচন করা হবে। তাদের উপরে পরীক্ষামূলক টিকার ডোজ দেওয়া হবে।
Continues below advertisement