করোনা ভাইরাস আতঙ্ক কলকাতার চিনাপাড়াতেও
অনেকেরই চিনে নিয়মিত যাতায়াত। অনেকের আবার আত্মীয়রাও থাকেন সেদেশে।
তাই করোনা ভাইরাসের দাপটের খবর সামনে আসার পর আতঙ্কে দিন কাটছে কলকাতার চিনাপাড়ার বাসিন্দাদের। পরিজনদের কথা ভেবে উদ্বেগে বাংলায় পড়তে আসা চিনা পড়ুয়ারাও।
তাই করোনা ভাইরাসের দাপটের খবর সামনে আসার পর আতঙ্কে দিন কাটছে কলকাতার চিনাপাড়ার বাসিন্দাদের। পরিজনদের কথা ভেবে উদ্বেগে বাংলায় পড়তে আসা চিনা পড়ুয়ারাও।