পুজোর আগে ভোজন রসিকদের জন্য রেস্তোরাঁর নিউ নর্মাল দেখুন
Continues below advertisement
বাঙালি বরাবরই ভোজনরসিক।
মাছ-ভাত থেকে মুর্গ-মশল্লম...মাটন বিরিয়ানি থেকে কিমা কারি...কীসে নেই সে!!!
করোনাসুর যতই শক্তিশালী হোক না কেন, নিউ নর্মালে বাঙালিকে কি আর রেস্তোরাঁ-বিমুখ করে রাখা যায়? তার মধ্যে আবার সামনেই পুজো। ঠাকুর দেখা, আড্ডার সঙ্গে তো মুখটাও সমানতালে চালাতে হবে! পেটে না খেলে কী পায়ে অতক্ষণ হাঁটাহাঁটি সয়? এ হেন ভোজনরসিক বাঙালিদের কথা মাথায় রেখে নতুন করে সেজে উঠছে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ।
পুজোর সময় দূরত্ব বিধি মেনে কীভাবে সব ব্যবস্থা হবে, সেটাই এখন রেস্তোরাঁগুলির কাছে বড় চ্যালেঞ্জ। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে স্পেশালিটি রেস্টুরেন্টস লিমিটেড। করোনা কালে এবার বেশকিছু পরিবর্তন আসছে তাদের রেস্তোরাঁগুলিতে।
মাছ-ভাত থেকে মুর্গ-মশল্লম...মাটন বিরিয়ানি থেকে কিমা কারি...কীসে নেই সে!!!
করোনাসুর যতই শক্তিশালী হোক না কেন, নিউ নর্মালে বাঙালিকে কি আর রেস্তোরাঁ-বিমুখ করে রাখা যায়? তার মধ্যে আবার সামনেই পুজো। ঠাকুর দেখা, আড্ডার সঙ্গে তো মুখটাও সমানতালে চালাতে হবে! পেটে না খেলে কী পায়ে অতক্ষণ হাঁটাহাঁটি সয়? এ হেন ভোজনরসিক বাঙালিদের কথা মাথায় রেখে নতুন করে সেজে উঠছে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ।
পুজোর সময় দূরত্ব বিধি মেনে কীভাবে সব ব্যবস্থা হবে, সেটাই এখন রেস্তোরাঁগুলির কাছে বড় চ্যালেঞ্জ। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে স্পেশালিটি রেস্টুরেন্টস লিমিটেড। করোনা কালে এবার বেশকিছু পরিবর্তন আসছে তাদের রেস্তোরাঁগুলিতে।
Continues below advertisement