করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর কি দ্বিতীয়বার করোনা হতে পারে?
জলপাইগুড়িতে একবার করোনা থেকে সেরে ওঠার পর ফের সংক্রমিত গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী। কলকাতায় টানা আড়াই মাস ধরে এক রোগীর করোনা রিপোর্ট পজিটিভ। এইসব ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। কেন হচ্ছে এরকম? কী বলছেন চিকিৎসকরা?
Tags :
Corona Latest Update ABP News Live Bengali ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda Jalpaiguri