পোর্ট ট্রাস্টে কীভাবে চলছে স্ক্রিনিং, জানালেন চিকিৎসক
Continues below advertisement
পোর্ট ট্রাস্টে লাগাতার চলছে থার্মাল স্ক্রিনিং। সেখানাকার চিকিৎসক জানালেন, ওখানে এমন বহু কর্মী আছেন, যাঁরা ডেকে কাজ করেন। কাজে আসা প্রত্যেকের থার্মাল স্ক্য়ানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত এক মাসে কোনও কর্মী কলকাতার বাইরে গিয়েছে কিনা, তাও জানতে চাওয়া হচ্ছে। যাঁদের সর্দি-কাশি রয়েছে, তাঁদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Continues below advertisement
Tags :
Travel History Thermal Checking Dock Thermal Scanning Kolkata Port Coronavirus Latest Update Covid-19 Symptoms Abp Ananda Coronavirus