ফুরিয়েছে সরকারি প্রয়োজন, বিক্ষোভে সামিল ভিনরাজ্য ফেরত কোভিড-যোদ্ধারা

পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করতেন এরা সকলেই। লকডাউনের সময় নিজের রাজ্যে ফিরে এসেছিলেন। ফিরে আসার পর করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরা। করোনা থেকে সেরে ওঠার পর এই শ্রমিকদের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা যোদ্ধা হিসাবে নিয়োগ করা হয়েছিল। মোট ৬৮১ জনকে নিয়োগ করা হয়েছিল। এবার স্বাস্থ্য ভবনের তরফে শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছর মার্চ মাসের পর তাঁদের আর হাসপাতালে আসতে হবে না। যেহেতু কোভিড গ্রাফ নিম্নমুখী তাই এই ধরনের করোনা যোদ্ধাদের আর প্রয়োজন নেই বলে স্বাস্থ্য ভবনের তরফে তাঁদের কাছে জানানো হয়েছে। তাই বিক্ষোভে সামিল হয়েছেন কোভিড যোদ্ধারা। স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola