New Year's Eve: বর্ষবরণের ভিড়ে লাগাম টানতে কী কী নির্দেশ আদালতের, দেখুন এক নজরে
Continues below advertisement
New Years' Eve বললে এখন কলকাতাবাসীর চোখের সামনে ভেসে ওঠে ভিড়ের ছবি। কিন্তু এবার করোনার জেরে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। নতুন করে চিন্তা বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন ও জিনের চরিত্রগত বদল। এই প্রেক্ষাপটে সংক্রমণ রুখতে বর্ষবরণ উৎসবে রাশ টানল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট-সহ অন্যান্য জায়গায় ভিড়ে রাশ টানতে হবে। কোথাও যাতে বাড়তি ভিড় না হয়, সেদিকে বাড়তি নজর দিতে হবে পুলিশ-প্রশাসনকে, চেক পোস্ট তৈরি করে নজরদারি চালাতে হবে।
Continues below advertisement
Tags :
No Gathering CHC Corona New Strain New Year's Eve Khabar Bangla News Live News Bangla Covid Situation Khobor Bangla Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Corona Park Street Calcutta High Court Abp Ananda