Jadavpur University: ছাত্র বিক্ষোভের জের, নিয়োগপত্র পাওয়ার ২২ দিনের মাথায় পদত্যাগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিনের
ছাত্র বিক্ষোভের জের। নিয়োগপত্র পাওয়ার ২২ দিনের মাথায় পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অমিতাভ দত্ত। চলতি মাসের ৭ তারিখ দায়িত্বভার নেন তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ছাত্র সংসদের আচরণে বিরক্ত হয়ে পদত্যাগ করেছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন। ছাত্র সংসদের প্রতিক্রিয়া, পড়ুয়াদের সমস্যার সমাধান না করে পালানোর চেষ্টা করেছেন ডিন। উপাচার্য জানিয়েছেন, পদত্যাগপত্র পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
Tags :
Dean Of Engineering Department Of Jadavpur University Students Council Jadavpur University Abp Ananda Kolkata