Fire at Bagbazar: লেলিহান শিখায় পুড়ে ছাই বাগবাজারের হাজারহাট এলাকার অসংখ্য ঝুপড়ি

শীতের সন্ধেয় আগুনের গ্রাসে নিশ্চিহ্ন হয়ে গেল বাগবাজারের (Bagbazar) হাজারহাট এলাকার অসংখ্য ঝুপড়ি। তারমধ্যেই পর পর সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। আগুন ছড়িয়ে পড়ল বাগবাজারের মায়ের বাড়ির (Mother's House) অফিসের একাংশেও। বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ, আগুন লাগে বাগবাজারের এই ঝুপড়িতে। দমকল পৌঁছনোর আগেই ফাটতে শুরু করে একের পর এক রান্নার গ্যাসের সিলিন্ডার। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, তা নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না ওই কয়েকটি ইঞ্জিনের পক্ষে। পরে ঘটনাস্থলে পৌঁছয় আরও ২২টি ইঞ্জিন। অনেক দূর পর্যন্ত জল ছেটানোর জন্য আনা হয় হাইস্পিড জেট ইঞ্জিন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola