Fire at Bagbazar: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই 'মায়ের বাড়ি'র অফিসের একাংশ, আগুন নেভাতে হাত লাগালেন মহারাজরা

বাগবাজারে (Bagbazar) ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পরপর সিলিন্ডার বিস্ফোরণ। কেঁপে উঠল এলাকা। দমকলের ২৭টি ইঞ্জিনের (Fire Engine) ক্রমাগত চেষ্টা। তারপরেও পুড়ে ছাই বাগবাজার ঝুপড়ি। শীতের রাতে গৃহহীন কয়েকশো মানুষ। পাশের বহুতল, মায়ের বাড়ির অফিসের একাংশেও আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় আসবাব, নথি। মহারাজরা হাত লাগান আগুন নেভানোর কাজে। ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। আগুন আতঙ্কে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় বাগবাজার এলাকায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola