Dilip Ghosh: 'ঘটনার পিছনে চক্রান্ত থাকলে, তা যেন আগে সামনে আসে', বাগবাজারের অগ্নিকাণ্ড প্রসঙ্গে দিলীপ

Continues below advertisement

বাগবাজারে গতরাতের বিধ্বংসী আগুনে নিঃস্ব প্রায় ৭০০ জন ঝুপড়িবাসী। ১০০টির বেশি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। গতকাল রাতে আশ্রয়হীন কোনও রকমে মাথা গোঁজার ঠাঁই মিলেছে বাগবাজার মহিলা কলেজ ও কমিউনিটি হলে। এই ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'প্রত্যেকবার এই ধরনের ঘটনার পরে চক্রান্ত সামনে আসে, পরে তা চাপাও পড়ে যায়। এবার যেন চাপা পড়ার আগেই বিষয়টি সামনে আসে। যে মানুষরা সর্বহারা হয়েছেন, তাদের জীবন সুরক্ষিত করার দায়িত্ব রাজ্য সরকারের।'
 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram