করোনাভাইরাসে শিশুদের নিয়ে ভয় কতটা? জানালেন চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি
Continues below advertisement
করোনাভাইরাসে শিশুদের আক্রান্তের সংখ্যা কম। কিন্তু তার মানে এই নয় যে, করোনাভাইরাস থেকে তারা সুরক্ষিত। সংক্রমণের শিকার হতে পারে শিশুরাও। এক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন শিশু চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি। অভিভাবকদের কাছে তাঁর অনুরোধ, শিশুদের বড় কোন জমায়েতে নিয়ে যাবেন না। বাড়িতে বয়স্কদের সর্দি-কাশির লক্ষণ দেখা দিলে, তাদের থেকে শিশুদের দূরে রাখার পরামর্শও দিয়েছেন তিনি।
Continues below advertisement
Tags :
Dr. Prabhas Prasun Giri Child Specialist Coronavirus In India Coronavirus Symptoms Abp Ananda Covid-19