'আনন্দের মিছিলকে মৃত্যুর মিছিলে পরিণত করতে কেউ চাই না,' পুজো নিয়ে হাইকোর্টের নির্দেশের প্রতিক্রিয়ায় মন্তব্য চিকিৎসক কুণাল সরকারের
Continues below advertisement
হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে চিকিৎসক কুণাল সরকার বলেছেন, 'কলকাতায় মৃত্যু হার ১৮% উত্তর ২৪ পরগনায় তা ২০%। এই পরিবেশে আমরা কী করে আনান্দে আত্মহারা হয়ে বড় প্যান্ডেলে জমায়েতের চেষ্টা করছি। এটার কোনও যুক্তি নেই। আমরা হাতজোড় করে রাজ্য সরকার ও প্রশাসনকে অনুরোধ করব এই সময়ে কেউ কারও বিরোধীপক্ষ নয়। হাইকোর্টের রায়কে আমরা শুরু বলে মেনে নিই।'
Continues below advertisement