শহরের পুজো প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শন অনুজ শর্মার
Continues below advertisement
শহরের বড় পুজোগুলির মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার অনুজ শর্মা। সঙ্গে স্পেশাল কমিশনার জাভেদ শামিম। দেশপ্রিয় পার্ক থেকে শুরু সিপি-র মণ্ডপ পরিদর্শন। চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ, নাকতলা উদয়ন সঙ্ঘ হয়ে কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্কে পরিদর্শন অনুজ শর্মার। মণ্ডপের ঢোকা-বেরনোর গেট, দর্শনার্থীদের দাঁড়ানোর কী বন্দোবস্ত করা হয়েছে, তা খতিয়ে দেখেন পুলিশ কর্তারা। পাশাপাশি, নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখা হয়। করোনা আবহে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখে পুজো উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন পুলিশ কমিশনার।
Continues below advertisement
Tags :
CP Anuj Sharma Puja Pandals ABP Ananda LIVE Kolkata Police South Kolkata Abp Ananda Durga Puja 2020