ইজেডসিসির পুজোয় ঢাকের তালে ধুনুচি নাচ অগ্নিমিত্রার, নিউটাউনে নিরঞ্জন, দেখুন ভিডিও
Continues below advertisement
বাঙালির মনে বিষাদের সুর। শেষ বেলায় কাতর প্রার্থনা আবার এসো মা। সল্টলেকের ইজেডসিসিতে এই প্রথম পুরোদস্তুর গেরুয়া শিবিরের তরফে পুজোর আয়োজন করা হয়েছিল। সোমবার করোনা বিধি মেনে দেবী বরণ করলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যারা। ধুনুচি নাচেও মাতলেন তাঁরা। বিজয়া দশমীর দিনে ইজেডসিসিতে কর্মী সমর্থকরা ভিড় জমান। তবে উদ্যোক্তাদের তরফে বারাবার মাইকিং করে সতর্ক করা হয়।
পরে নিউটাউনের একটি জলাশয়ে প্রতিমা নিরঞ্জন করা হয়।
পরে নিউটাউনের একটি জলাশয়ে প্রতিমা নিরঞ্জন করা হয়।
Continues below advertisement
Tags :
BJP Organised Puja EZCC Sharad Ananda Dhunuchi Dance Agnimitra Paul Abp Ananda Durga Puja 2020