কেএমডিএ-র সুপ্রিম কোর্টে যাওয়ার নেপথ্যে ভোট রাজনীতি, রবীন্দ্র সরোবরে ছটপুজো প্রসঙ্গে প্রতিক্রিয়া পরিবেশবিদ সুভাষ দত্তের
পরিবেশ দূষণের কারণে রবীন্দ্র সরোবরে ছটপুজোর আর্জি খারিজ করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। কিন্তু কেএমডিএ-র দাবি বিষয়টি ধর্মাবেগের। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেএমডিএ। পরিবেশ নয়, ধর্মীয় আবেগের নামে ভোটের রাজনীতি, প্রতিক্রিয়া পরিবেশবিদ সুভাষ দত্তের।
Tags :
Subhash Dutta KMDA Challenges Verditc Chhath Puja KMDA National Green Tribunal ABP Ananda LIVE RABINDRA SAROBAR Abp Ananda Supreme Court Kolkata