বেআইনি সংস্থা খুলে কালো টাকা সাদা করার অভিযোগে গ্রেফতার হওয়া ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্টট্যান্টের জামিন

Continues below advertisement
বেআইনি সংস্থা খুলে কালো টাকা সাদা করার অভিযোগে শনিবার ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট গোবিন্দ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ। আয়কর দফতরের এক শীর্ষ আধিকারিকের সঙ্গে হাত মিলিয়ে জালিয়াতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলায় আয়কর দফতরের ওই শীর্ষ আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো  হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে তোলা হয়। আদালত সূত্রে খবর, ধৃতকে অসুস্থতা ও কোভিড পরিস্থিতি বিবেচনা করে জামিন দিয়েছে আদালত। তবে তাঁকে জামিন পর্বে বাড়ির বাইরে যেতে বারণ করা হয়েছে। কীভাবে চলত কালো টাকা সাদা করার বেআইনি কারবার। পুলিশ সূত্রে দাবি, আয়কর দফতরের শীর্ষ আধিকারিকের সঙ্গে অভিযানে যেতেন গোবিন্দ। যে টাকা বাজেয়াপ্ত হত তা মোটা কমিশনের বিনিময়ে তাঁর সংস্থার মাধ্যমে সাদা করে দিতেন। তারপর কমিশন ভাগ হত গোবিন্দ এবং আয়কর দফতরের ওই শীর্ষ আধিকারিকের মধ্যে। শনিবার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে গোবিন্দকে গ্রেফতার করা হয়।  হেয়ার স্ট্রিট থানার পাশাপাশি তদন্ত চালাচ্ছে কলকাতা গোয়েন্দা পুলিশও।  ধৃত গোবিন্দকে পুলিশ হেফাজতে চাইলেও তাঁর  লিভার, কিডনির অসুখ, মুখের ক্যান্সার সহ একাধিক সমস্যা রয়েছে। আদালত সূত্রে খবর, সে সব দিক বিবেচনা করেই তাঁকে জামিন দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, আয়কর দফতরের শীর্ষ আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হলেও তিনি জানিয়েছেন, ক্যান্সারের চিকিৎসা চলায় পুলিশের কাছে হাজির হতে পারবেন না।  আপাতত ওই শীর্ষ আধিকারিক রয়েছেন ভিনরাজ্যে। অভিযুক্ত গোবিন্দের সঙ্গে এই চক্রে আর কে কে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram