ট্যাংরার প্লাস্টিকের কন্টেনার তৈরির কারখানায় আগুন, শর্ট-সার্কিট বলে দমকলের প্রাথমিক অনুমান
ট্যাংরার পেমেন্টাল গার্ডেন লেনে প্লাস্টিকের কন্টেনার তৈরির কারখানায় আগুন। ভস্মীভূত কারখানার একাংশ। আজ ভোর সাড়ে ৪টা নাগাদ আগুন লাগে। ঘনজনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকে আগুন বলে দমকলের প্রাথমিক অনুমান।