রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন - আরও খবর ফটাফট
Continues below advertisement
রাজ্যের প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হল আমরি হাসপাতালে। ভেন্টিলেশনে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃতের আত্মীয়রা ভর্তি রয়েছেন এম আর বাঙ্গুরে। বিলাসপুর থেকে সংক্রমণ, নাকি ইতালি থেকে ছেলের বাড়ি ফেরা,সংক্রমণের কারণ খতিয়ে দেখছেন পুলিশ। প্রৌঢ়ের সহকর্মীদেরও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে করোনা মোকাবিলায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুরশহর লকডাউনে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ শহরতলির রাস্তাঘাট শুনসান । প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছেন না কেউ। প্রধানমন্ত্রীর নির্দেশ, লকডাউন অমান্য করলে হতে পারে ৬ মাসের জেল অথবা এক হাজার টাকার জরিমানা।
Continues below advertisement
Tags :
Action For Not Following Lockdown West Bengal Under Lockdown Corona Death In West Bengal First Corona Death In Bengal Salt Lake AMRI Corona In West Bengal Corona Virus Corona In Bengal Dumdum Abp Ananda Covid-19