একুশ শতকেও কুসংস্কারের ছোঁয়া, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ময়দানে ‘করোনা পুজো’
Continues below advertisement
একুশ শতকেও কুসংস্কারের ঘোর অন্ধকার। প্রসাশনের নাকের ডগায় হল করোনা মাতার পুজো। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শহরের প্রাণকেন্দ্র ময়দানে চলল করোনা পুজো। কারোর মুখেই দেখা যায়নি মাস্ক। ময়দানের পাশাপাশি করোনা পুজো হয় অন্ডাল ও আসানসোলেও।
Continues below advertisement