উমপুনের জেরে কনটেনমেন্ট জোন থেকে মেয়ের বাড়ি মা, ছড়াচ্ছে করোনা আতঙ্ক
ঝড়ের দাপটে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। এতে সবচেয়ে সমস্যায় বয়স্ক ও অসুস্থ মানুষরা। বাড়িতে জল পৌঁছচ্ছে না। ফ্রিজ চলছে না বলে ওষুধ রাখতে সমস্যা। তাই লকডাউনের মধ্যেও কনটেনমেন্ট জোন ছেড়ে আত্মীয়দের বাড়িতে যাচ্ছেন অনেকে। সতর্ক না হলে বিপদ হতে পারে। সাবধান করছেন বিশেষজ্ঞরা।
Tags :
Electricity Cyclone Effects Amphan Effects Cyclone Amphan Effects Cyclone Amphan Devastation Amphan Devastation Amphan Effect Amphan Abp Ananda