গড়িয়াহাটের বহুতল থেকে পড়ে পরিচারিকার রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য আবাসনে
গড়িয়াহাটে রহস্যমৃত্যু পরিচারিকার। বহুতলের ন'তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু। মৃতের নাম প্রণতি মণ্ডল। জানা গিয়েছে, ৯ নম্বর ম্যান্ডেভিলা অ্যাপার্টমেন্টের দশ তলার যে বহুতল, তার ন'তলায় এই ঘটনা ঘটেছে। মৃত মহিলা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ময়না তদন্তের জন্য দেহ রাখা হয়েছে এসএসকেএম হাসপাতালে। ময়না তদন্তের পর স্পষ্ট হবে, এটা খুন না আত্মহত্যা, জানিয়েছে পুলিশ।