গিরিশ পার্কের বহুতল থেকে নিঃসন্তান দম্পতির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Continues below advertisement
গিরিশ পার্কের রামদুলাল সরকার স্ট্রিটের বহুতল থেকে উদ্ধার নিঃসন্তান দম্পতির পচাগলা মৃতদেহ। মৃত দম্পতির নাম বিশ্বজিৎ মিত্র (৭১) ও শিপ্রা মিত্র (৬৮)। ওই দম্পতির কয়েকদিন ধরে খোঁজ মিলছিল না। পচা গন্ধ বেরনোয় প্রতিবেশীরা গিরিশ পার্ক থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ওই মৃতদেহদুটি দেখতে পান। দেহ ময়নাতদন্তের (Postmortem) পাঠানো হয়েছে। তবে তাঁরা কীভাবে মারা গেলেন, তা এখনও স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা গিরিশ পার্ক থানায় রুজু হয়েছে।
Continues below advertisement
Tags :
Ramdulal Sarkar Street Dead Bodies Found Girish Park করোনা পাশবালিশ ABP Ananda ‘ ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda