ক্রমেই বাড়ছে ভবানীপুরের বহুতলের আগুন, আনা হয়েছে হাইড্রলিক ল্যাডার
ভবানীপুরের বহুতলে ভয়াবহ আগুন। সোমবার সকালে আবাসনের ১৭ তলায় আগুন লাগে। আগুনে বেশ কয়েক জনের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এইমুহূর্তে একটা গোটা ফ্লোর দাউদাউ করে জ্বলছে। আবাসনের ওপরের তিনটে তলা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে।
Tags :
Building Catches Fire Multi Storey Building Fire Extinguisher Fire News Bhowanipore Abp Ananda