Calcutta High Court: হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর এজলাসে নজিরবিহীন উত্তেজনা। Bangla News
হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতেই তাঁর এজলাসের ভিতর ও বাইরে নজিরবিহীন উত্তেজনা। বিচারপতির এজলাস বয়কটের ডাক আইনজীবীদের একাংশের।তুমুল বাগবিতণ্ডা। আইনজীবীদের ভিতরে ঢুকতে বাধা। এজলাসে ঢোকার সময় ধাক্কাধাক্কির অভিযোগ। বিচারপতি বলেন, যাঁরা এখানে মামলা করতে চান না, তাঁরা বাইরে যেতে পারেন। এই এজলাস নিয়ে কী সমস্যা, প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বার অ্যাসোসিয়েশনের তরফে এজলাস বয়কটের কোনও সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন আইনজীবীরা। গন্ডগোলের আঁচ পৌঁছল প্রধান বিচারপতির এজলাসেও। এজলাস ছেড়ে বেরিয়ে যান প্রধান বিচারপতি। এরপর প্রধান বিচারপতির সঙ্গে বর্ষীয়ান আইনজীবীদের বৈঠক হয়। কিন্তু তাতেও কোন রফাসূত্র মেলেনি।
গতকালও আইনজীবীদের একাংশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক দেওয়ায় উত্তেজনা ছড়ায়। হেনস্থার অভিযোগ ওঠে। প্রধান বিচারপতির দ্বারস্থ হন কয়েকজন আইনজীবী। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পরিস্থিতি সামলানোর দায়িত্ব দেন প্রধান বিচারপতি।