কালীঘাট ট্রামডিপোর সামনে বেপরোয়া গাড়ির তাণ্ডব, গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা পথচারী এসএসকেএম হাসপাতালে ভর্তি
Continues below advertisement
সাতসকালে কালীঘাট ট্রামডিপোর সামনে বেপরোয়া গাড়ির তাণ্ডব, গুরুতর আহত মহিলাকে ভর্তি করা হলো এসএসকেএম হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের মতে, মহিলা রাস্তা পার করার সময় একটি দ্রুত গতিতে আসা এসইউভি তাঁকে ধাক্কা মারে। তিনি গাড়ির বনেটের উপর উঠে যান তারপর ফের ধাক্কায় ছিটকে রাস্তার অন্য দিকে গিয়ে পড়েন। এর পর পুলিশের গাড়ি ওই গাড়িটিকে তাড়া করলে গাড়িতে অন্য রেকটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে। চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।
Continues below advertisement
Tags :
Kalighat Trum Dipot Kolkata Traffic Police Accident In Kolkata Hit And Run Case Kalighta Car Accident Accident Kolkata Police Abp Ananda