সংশোধিত নাগরিক আইনের প্রতিবাদে পথে নাট্যকর্মীরা
সংশোধিত নাগরিক আইনের প্রতিবাদে এবার কলকাতায় পথে নামলেন নাট্যকর্মীরা। মুক্ত অঙ্গন থেকে শুরু হয়ে মিছিল পৌঁছল অ্যাকাডেমি চত্বরে। মিছিলে যোগ দিয়েছেন বিভাস চক্রবর্তী, মেঘনাদ ভট্টাচার্যের মত নাট্যব্যক্তিত্বরা।
Tags :
Anti-CAA Protest March Anti CAA-NRC Protest In Bengal Anti Caa Intellectuals Abp Ananda Citizenship Amendment Act 2019 Anti CAA-NRC Protest Anti CAA Protest CAA Protest CAA 2019