Jorabagan Child Death Update: জোড়াবাগানে বালিকা খুনের কিনার, গ্রেফতার বহুতলের দারোয়ান

Continues below advertisement
২৪ ঘণ্টার মধ্যে জোড়াবাগানে বালিকা খুনের ঘটনায় কিনারা করল লালবাজারের হোমিসাইড শাখা। যৌন নির্যাতন ও খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বহুতলের দারোয়ানকে। বহুতলের ছাদে একটি কাগজ মেলে। জিজ্ঞাসাবাদে দারোয়ান জানান, নাবালিকাকে ছাদে নিয়ে যান তিনিই। পুলিশের সন্দেহ হয়, ছাদে কেন গিয়েছিলেন দারোয়ান? ঘটনার দিন বিরিয়ানি ও মদ এনেছিলেন দারোয়ান। দারোয়ানের মোবাইল ফোনে বেশ কিছু অশ্লীল ভিডিও। তার মধ্যে ছিল চাইল্ড পর্নোগ্রাফিও। বুধবার রাতে লুকোচুরি খেলছিল বালিকা। খেলতে খেলতেই সে ওই বহুতলে গিয়ে লুকোয়। দারোয়ান তাকে বিরিয়ানি ও চিপসের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান। বালিকার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। প্রচণ্ড মারধর করে, মাথার চুল ছিঁড়ে ভেঙে দেওয়া হয় দাঁত। অভিযোগ, প্রথমে শ্বাসরোধ করা হয়। মৃত্যু নিশ্চিত করতে কেটে দেওয়া হয় গলা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram