Kolkata: ইডির নামে জাল নথি 'তৈরি', গ্রেফতার ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী
Continues below advertisement
ED-র নামে জাল নথি তৈরির অভিযোগে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীকে গ্রেফতার করল বিধাননগরের গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিধাননগর উত্তর থানায় ED-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিযোগ করেন যে তাঁদের সদর দফতরে একটি চিঠি জমা পড়েছে এবং সেই চিঠির সঙ্গে কিছু নথি জমা পড়ে। তাঁর অভিযোগ, এই নথি নকল। তাঁরা মনে করছেন যে এই জাল নথি তৈরির র্যাকেট চালাচ্ছেন ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। আজ ভোরবেলা তাকে তার বাড়ি থেকে arrest করা হয়। যদিও অভিযুক্তের দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
Continues below advertisement
Tags :
Sudipta Roychowdhury করোনা পাশবালিশ ABP Ananda ‘ Businessman Arrested ABP Ananda Digital ABP Ananda Bengali News ABP Ananda LIVE Enforcement Directorate ED Arrested Abp Ananda