গণেশচন্দ্র অ্যাভিনিউ-র পর এবার চিত্তরঞ্জন অ্যাভিনিউ! এলআইসি বিল্ডিংয়ের চারতলায় আগুন, অগ্নিদগ্ধ ৩
Continues below advertisement
শুক্রবার রাতের আগুনের বিভীষিকা কাটিয়ে ওঠার আগেই ফের বউবাজারে আগুন। রবিবার ভোর রাতে আগুন লাগল ২২ নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। রাত ৩টে নাগাদ আগুন লাগে এলআইসি বিল্ডিংয়ের চার তলায়। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩জনকে। বিল্ডিংয়ের কর্মীরা জানিয়েছেন একটি বিকট আওয়াজের ৪তলার কিছু কর্মীর চিৎকার শোনা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ১০০ নম্বরে ফোন করলে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ৩ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। দমকলের ৫ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল জানতে আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল।
Continues below advertisement
Tags :
LIC Building Fire At LIC Building Chittaranjan Avenue Bowbazar ABP Ananda LIVE Abp Ananda Kolkata