Kolkata: কেষ্টপুরে বাইককে ধাক্কার পর চলন্ত বাসে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
কেষ্টপুরে চলন্ত বাসে আগুন। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি। এয়ারপোর্ট থেকে উল্টোডাঙা যাচ্ছিল বেসরকারি বাসটি। একটি মোটর বাইকে বাসটি ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপরেই কোনওরকম যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগে যায়। পরে ঘটনাস্থলে আসে দমকল। সকল যাত্রীই সুরক্ষিত রয়েছে বলে জানা গেছে। কীভাবে এই আগুন লাগল তা জানতে শুরু হয়েছে তদন্ত।
Tags :
Fire Breaks Out In Bus KKhabar Bangla News Keshtapur Khobor Bangla Live News Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Bus Accident Accident Abp Ananda