Kolkata Metro Service Update: ই-পাস আর নয়, সোমবার থেকে কলকাতার পাতালপথে সফর এবার স্মার্ট কার্ডেই
যাত্রীদের জন্য সুখবর। টোকেন বাদ দিয়ে সোমবার থেকে মেট্রো পরিষেবা হচ্ছে প্রায় আগের মতোই। কলকাতা মেট্রো সূত্রে খবর, ১৮ জানুয়ারি থেকে মেট্রোয় ই-পাস লাগবে না। শুধু স্মার্ট কার্ডেই মেট্রো সফর করা যাবে। আগের মতোই দুই প্রান্তিক স্টেশন থেকে সকাল ৭টায় প্রথম মেট্রো পাওয়া যাবে। প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। তবে টোকেন যেহেতু হাতে হাতে ঘোরে, তাই করোনা পরিস্থিতিতে এখনই তা ফিরিয়ে আনা হচ্ছে না।
Tags :
No E-Pass Metro Service Update Smart Card Metro Service Live News Bangla Khabar Bangla News Khobor Bangla Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Kolkata Metro Abp Ananda Kolkata