ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়ালের নথিতে সই কেন? আয়কর দফতরের এক শীর্ষ কর্তাকে তলব লালবাজারের
ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়ালের গ্রেফতারের পর আয়কর দফতরের আরও এক শীর্ষ কর্তাকে তলব লালবাজারের। পুলিশ সূত্রে খবর, ওই আধিকারিক প্রিন্সিপ্যাল চিফ কমিশনার পদে কর্মরত। ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়ালকে গ্রেফতারের পর তাঁর দফতর থেকে উদ্ধার হয় আয়কর সংক্রান্ত নথি, যাতে ওই আধিকারিকের সই ছিল। কীভাবে তাঁর সই করা নথি গোবিন্দ আগরওয়ালের কাছে এল, তা জানার চেষ্টা করছে পুলিশ। এর আগে আয়কর দফতরের আরেক শীর্ষ কর্তাকে নোটিস পাঠায় লালবাজার। তিনি বর্তমানে কর্মসূত্রে কলকাতার বাইরে থাকেন। ক্যান্সার আক্রান্ত ওই আধিকারিক কলকাতায় আসতে পারবেন না বলে জানান। খবর লালবাজার সূত্রে।
Tags :
IT Official Summoned IT Department করোনা পাশবালিশ ABP Ananda ‘ Lalbazar Police Fake CA ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda