আলু, পেঁয়াজের পাশাপাশি এবার আকাশছোঁয়া সর্ষের তেলের দামও!

Continues below advertisement

হাফ সেঞ্চুরি পেরিয়েছে Potato। পেঁয়াজ সেঞ্চুরির পথে। আলুভাতে যে একটু সরষের তেল দিয়ে মাখবেন, তারও কার্যত উপায় নেই সাধারণ মানুষের। সেখানেও দামের ঝাঁঝ। একমাসে এঞ্জিন সর্ষের তেলের লিটার প্রতি দাম ১৪৫ টাকা থেকে হয়েছে ১৬৫ টাকা। ইমামির সর্ষের তেল ১২৮ থেকে হয়েছে ১৩৮ টাকা। ফরচুনের লিটার ১২৫ টাকা থেকে হয়েছে ১৩৮ টাকা। খুচরো সর্ষের তেলের লিটার হয়েছে ১১০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা। অন্যান্য তেলের দামও আকাশছোঁয়া। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram