'নেটে থাকব, জালে পড়ব না', সাইবার অপরাধ রুখতে বিশেষ প্রচারে শিশু সুরক্ষা কমিশন

Continues below advertisement
নেটে থাকব নিশ্চয়, কিন্তু জালে পড়ব না। ইন্টারনেটে খেলব, পড়ব কিন্তু ফাঁদে পড়ব না। করোনা আবহে বিশেষ প্রচার অভিযানে এবার এই বার্তাই দিতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (West Bengal Commission for Protection of Child Rights) বা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। প্রচারের জন্য তৈরি করা হয়েছে বুকলেট, পোস্টার। তৈরি করা হয়েছে সচেতনতামূলক ভিডিও। পোস্টার ও ভিডিওয় সচেতনতামূলক বার্তা দিয়েছেন প্রসেনজিত, মিমি-সহ সেলেব্রিটিরা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram