সাপ্তাহিক লকডাউনের ২য় দিনে জনশূন্য চিড়িয়ামোড় - রাজাবাজার, চলছে পুলিশি টহলদারি
পরপর দু’দিন লকডাউনের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশের নজরদারি। গাড়ি থামিয়ে চালকের থেকে বাইরে বেরনোর কারণ জানতে চাইছেন পুলিশ কর্মীরা। বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল।