রাজ্য সরকারের নির্দেশে আগামীকাল থেকে সপ্তাহে দু’দিন লকডাউন, গড়িয়াহাট পুর বাজারে সচেতনতামূলক প্রচার পুলিশের
রাজ্য সরকারের নির্দেশে আগামীকাল থেকে সপ্তাহে দু’দিন লকডাউন। তার আগে বিভিন্ন এলাকায় চলছে সতর্কতামূলক প্রচার। গড়িয়াহাট থানার তরফে এদিন গড়িয়াহাট পুর বাজারে প্রচার চালায় পুলিশ। সচেতনতামূলক প্রচার চালানো হয়। পাশাপাশি, আগামীকাল থেকে রাজ্যে সপ্তাহে দু’দিন করে লকডাউন শুরু হওয়া নিয়েও প্রচার করে পুলিশ।
Tags :
Police Awareness Campaign ABP News Live Bengali Gariahat Complete Lockdown ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda