Majerhat Bridge: আজ উদ্বোধন মাঝেরহাট সেতুর, কবে খুলবে টালা ব্রিজ? উঠছে প্রশ্ন
Continues below advertisement
আজ মুখ্যমন্ত্রী Mamata Banerjee বিকাল ৫টার সময় নতুন করে নির্মিত মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন। ইতিমধ্যে ব্রিজের উপর দিয়ে ট্রায়াল রান হয়ে গিয়েছে। আগে Majerhat Bridge-এর বহন ক্ষমতা ছিল ১৫০টন। নতুন ব্রিজের বহন ক্ষমতা প্রায় ৩৫০ টনের কাছাকাছি। প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে ৬৫০ মিটার লম্বা সেতু এবং চার লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এই ব্রিজের যে অংশ রেল লাইনের উপর দিয়ে গেছে সেখানে বিদেশ থেকে আনা কেবল লাগানো হয়েছে যাতে ভার সঠিক ভাবে বহন করা যায়। ইতিমধ্যেই Majerhat Bridge সেজে উঠেছে। বেশ কয়েকটি এলইডি ওয়াল লাগানো হয়েছে। এদিকে উত্তর কলকাতার টালা ব্রিজ (Tala Bridge) কবে থেকে খুলবে, সেই নিয়ে উঠছে প্রশ্ন। কোনও জটিলতা না তৈরি হলে ২০২২-এর মাঝামাঝি এই ব্রিজ তৈরি হয়ে যেতে পারে, এমনটাই পূর্ত দফতরের আশা।
Continues below advertisement
Tags :
Majerhat Bridge Tala Bridge Khobor Bangla Live News Bangla Khabar Bangla News Bengali News Bengali News Live Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda